চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামে জ্বরে আক্রান্ত শিশু রোকসানাকে (৬) ওষুধ খাওয়ানোর সময় গলায় আটকে তার মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে জানাজার নামাজ শেষে ধান্যঘরা গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
শিশু রোকসানা দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের ভ্যানচালক টুটুলের ছোট মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য শাহ মোহাম্মদ ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে শিশু রোকসানা জ্বরে আক্রান্ত ছিল। স্থানীয় ফার্মেসি থেকে জ্বরের জন্য সিরাপের নেওয়ার পরামর্শ দিলেও তার পরিবারের সদস্যরা ট্যাবলেট ক্রয় করে। রাতে ট্যাবলেট খাওয়ানোর সময় ওষুধ বাচ্চাটার শ্বাসনালীকে আটকে যায়। পরবর্তীতে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি বেঁচে নেই।
পরিবারের সদস্যরা জানায়, আজ শিশু রোকসানা ষষ্ঠ জন্মদিন। ভাগ্যের নির্মম পরিহাস আগের রাতেই তার মৃত্যু হলো। জন্মদিন উপলক্ষ্যে সন্ধ্যায় হাতে মেহেদি দিয়েছিল রোকসানা। মেয়েকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, ঘটনাটি আমার জানা নেই। বিস্তারিত জানতে খোঁজ নেওয়া হবে।
খুলনা গেজেট/এএজে