Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

রেললাইন ছাড়লেন আন্দোলনকারীরা, খুলনাগামী ট্রেন চলাচল স্বাভাবিক

গেজেট ডেস্ক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার একমাত্র জয়রামপুর স্টেশনে আন্তঃনগর সাগরদাঁড়ি এবং কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি ও অরক্ষিত রেলগেটে গেটম্যানের দাবিতে দুটি ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা রেললাইন ছেড়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাস পেয়ে আটকে রাখা দুটি ট্রেন ছেড়ে দেন তারা। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে অবরোধ করে রাখা সাগরদাঁড়ি এবং কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন দুটি জয়রামপুর স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সুপ্রেস ট্রেনটি জয়রামপুর স্টেশনে পৌঁছালে ‘জয়রামপুর ট্রেন সুবিধা সংরক্ষণ কমিটির’ ব্যানারে এলাকাবাসী ট্রেনটি অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করে। পরে ৬টা ৫৫ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি জয়রামপুর স্টেশনে পৌঁছালে সেটিও অবরোধ করে দাবি আদায়ে বিক্ষোভ করে। ফলে সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এদিকে দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।

জয়রামপুর ট্রেন সুবিধা সংরক্ষণ কমিটির সদস্যরা বলেন, আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আজ দুটি ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাস পেয়ে আমরা রেললাইন থেকে সরে এসেছি। তারা জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রাজশাহী রেলওয়ে জোনে যেতে। এই আশ্বাস পেয়ে আমরা ট্রেন দুটি ছেড়ে দিয়েছি। যদি দাবি আদায় না হয় পরবর্তীতে কঠোর আন্দোলন করা হবে।

এলাকাবাসীর দাবি, দামুড়হুদা থানার একমাত্র স্টেশন জয়রামপুর রেলওয়ে স্টেশন থেকে যাতায়াত করা লক্ষাধিক মানুষ ব্যবসা, বাণিজ্য, চাকরি, চিকিৎসাসহ না কাজে দুর্ভোগের শিকার হচ্ছে। জয়রামপুর একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলেও এখানে কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই। এতে করে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী সাধারণ মানুষকে প্রতিদিন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। জয়রামপুর রেল স্টেশনে এই দুটি ট্রেন যাত্রা বিরতি করলে এ অঞ্চলের মানুষ উপকৃত হবেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন