Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content
যাত্রাবিরতি ও গেটম্যানের দাবি

চুয়াডাঙ্গায় রেললাইন অবরোধ, খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ

গেজেট ডেস্ক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার একমাত্র জয়রামপুর স্টেশনে আন্তঃনগর সাগরদাড়ি এবং কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি ও গেটম্যানের দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এতে খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা স্টেশনে আটকা পড়েছে নকশীকাঁথা মেইল ট্রেন।

শনিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি জয়রামপুর স্টেশনে পৌঁছালে ‘জয়রামপুর ট্রেন সুবিধা সংরক্ষণ কমিটির’ ব্যানারে এলাকাবাসী ট্রেনটি অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমানের ঘোষণা দেন তারা। তবে এ ঘটনার পর রেলওয়ের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা বা প্রশাসনের কাউকে দেখা যায়নি।

এলাকাবাসীর দাবি, দামুড়হুদা থানার একমাত্র স্টেশন জয়রামপুর রেলওয়ে স্টেশন থেকে যাতায়াত করা লক্ষাধিক মানুষের ব্যবসা বাণিজ্য, চাকরি, চিকিৎসাসহ মানুষ ইতোমধ্যেই দুর্ভোগের শিকার হচ্ছে। জয়রামপুর একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলেও এখানে কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই। এতে করে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী সাধারণ মানুষকে প্রতিদিন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। জয়রামপুর রেল স্টেশনে এই দুটি ট্রেন যাত্রাবিরতি করলে এ অঞ্চলের মানুষ উপকৃত হবেন। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ট্রেন অবরোধ চলবে।

জয়রামপুর রেলওয়ে স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রফিক হোসেন বলেন, সাগরদাড়ি এবং কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি ও গেটম্যানের দাবিতে ট্রেন অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। আমরা এখানে এসেছি। পরে বিস্তারিত জানাবো।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান বলেন, শুনেছি জয়রামপুর স্টেশনে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করা হয়েছে। কী কারণে করেছে তা জানি না। এর কারণে চুয়াডাঙ্গা স্টেশনে ৫টা ৫৫ মিনিট থেকে খুলনাগামী নকশীকাঁথা মেইল ট্রেন দাঁড়িয়ে আছে। আপাতত খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ হয়েছে।

এদিকে সন্ধা ৬টা ১৫ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন অবরোধ করে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন