শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের

গেজেট ডেস্ক

ভারতে অনুপ্রবেশকারী নারীসহ ১৫ জন বাংলাদেশিকে অনুষ্ঠানিকভাবে বর্ডার গার্ডের (বিজিবি) নিকট হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (৩২ বিএসএফ) কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার এবং চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বেলা ১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর সীমান্তের ৭৬নং পিলারের শূন্য লাইনে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ভারতে অনুপ্রবেশকারী ১৫ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন তারা। বিএসএফ তাদেরকে আটক করে। ১৫ জনের মধ্যে চারজন পুরুষ, চার জন নারী এবং সাতজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন