Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চান মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে ঝাঝড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

চান মিয়া (৩০) চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাঝড়ি গ্রামের মাঝেরপাড়ার সাহেব আলীর ছেলে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, রোববার সকালে চান মিয়া কৃষি কাজ করার জন্য গ্রামের মাঠে যাচ্ছিলেন। একই এলাকার রজব আলীর ছেলে আব্বাস আলী ঝাঝড়ি গ্রামে কেরু এন্ড কোম্পানির একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন। মাছ চুরি ও শিয়ালে মাছ খেতে না পারে সেজন্য আব্বাস আলী পুকুরের চারপাশ জিআই তারের সাথে বিদ্যুৎ দিয়ে রাখে। সকালে চান মিয়া পুকুরের পাশ দিয়ে কাজে যাওয়ার সময় অসাবধানতাবশত জিআই তারে হাত দিলে ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন