Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

দর্শনা চেকপোস্টে ভারতে যাওয়ার সময় রাজশাহীর যুবলীগ নেতা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার পথে রাজশাহীর তানোর থানা যুবলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টার দিকে দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান দর্শনা থানার ওসি শহীদ মুহম্মদ তিতুমীর।

গ্রেপ্তার জুবায়ের ইসলাম (৫৮) রাজশাহীর সাদিপুর এলাকার প্রয়াত আবু বাক্কারের ছেলে। তার বিরুদ্ধে তানোর থানায় হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে দুটি মামলা রয়েছে।

দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই রমজান আলী জানান, রাজশাহী জেলার তানোর উপজেলার সাদি গ্রামের মরহুম আবুল কালামের ছেলে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক যুবায়ের ইসলাম দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটক যুবায়েরের বিরুদ্ধে তানোর থানায় একটি নাশকতা মামলাসহ কয়েকটি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি তিতুমীর বলেন, জুবায়ের ভারতে যাওয়ার জন্য দর্শনা সীমান্তে আসেন। জয়নগর ইমিগ্রেশন পুলিশ গোপন খবর পেয়ে তাকে আটক করে। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

জুবায়েরকে তানোর থানা-পুলিশের হাতে সোপর্দ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন