Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার বাড়িতে বিস্ফোরণ, আহত ১

গেজেট ডেস্ক

চুয়াডাঙ্গায় যুবলীগ নেতা শেখ রাসেলের বাড়ির রান্নাঘরে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তার খালাতো ভাই কিশোর সিহাব হোসেন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের মসজিদপাড়ায় জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ রাসেলের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এটি বোমা নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ তা তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারেনি।

রাসেলের পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় সিহাব ও তার খালা বাড়ির ছাদের রান্নাঘরে যান। সেখানে টিনের চালায় থাকা ব্যাগ বের করতেই বিস্ফোরণ ঘটে। আগুনে ঝলসে যায় সিহাব। রাতেই সিহাবকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে আগুনের উপস্থিতি অনেক বেশি থাকত, পরিদর্শন করে তা মনে হয়নি।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, পরিবারের ভাষ্যমতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। সিআইডি টিম আলামত সংগ্রহ করেছে। পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন