Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদ থেকে ইউপি সদস্যের ভ্যান চুরি

গেজেট ডেস্ক 

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে ব্যাটারিচালিত পাখিভ্যান চুরির ঘটনা ঘটেছে। রোববার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে ইউনিয়ন পরিষদে চত্বরে ঘটে।

ভ্যানটির মালিক মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম। এ ঘটনায় ভুক্তভোগী সদর থানায় একটি জিডি করেছেন।

ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, রোববার দুপুরে ইউনিয়ন পরিষদের গেটের সামনে ভ্যানটি রেখে চা পান করতে পার্শ্ববর্তী দোকানে যাই। কিছুক্ষণ পর ফিরে এসে দেখি আমার ভ্যানটি নেই। আমিসহ অনেকেই তৎক্ষণাৎ অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানটি পাইনি।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, ভ্যান চুরির বিষয়ে আমি এখনো অবগত নই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন