Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

গেজেট ডেস্ক

চুয়াডাঙ্গা সদরের গোপিনাথপুরে সাপের কামড়ে সোহরাব হোসেন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে ৭টায় এ ঘটনা ঘটে।

শিশু সোহরাব সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের সুবহানের ছেলে।

প্রতিবেশী আসলাম উদ্দিন গণমাধ্যমে বলেন, সকালে আমি ও শিশুর বাবা কাজে করছিলাম। এ সময় শুনতে পাই বাড়ির উঠানে খেলা করার সময় একটি বিষধর সাপ শিশু সোহরাবের পায়ে কামড় দেয়। আমরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন