Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গেজেট ডেস্ক 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বজ্রপাতে সাকের আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) আলমডাঙ্গা উপজেলার পুটিমারী গ্রামের গাংনী বিলের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকের আলী উপজেলার জেহালা ইউনিয়নের পুটিমারী গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য লিপন হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কৃষিকাজ শেষে ফেরার পথে বজ্রপাতে একজন মারা গেছে বলে শুনেছি।

পরিবারের সদস্যরা জানান, আজ সকালে বাড়ির পাশে গাংনির বিলের মাঠে কৃষিকাজ শেষে বাড়িতে ফিরছিলেন সাকের আলী। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলেই বজ্রপাতে তার মৃত্যু হয়। সাকের আলীর শরীরের বামপাশ ও মুখমণ্ডল পুড়ে গেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন