Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সড়কের পাশে পড়ে ছিলো মানসিক প্রতিবন্ধী’র মরদেহ

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর সড়কে পাশ থেকে আকমল হোসেন (৫৮) নামের এক মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯জুন) সকালে চুয়াডাঙ্গা-জীবননগর আঞ্চলিক মহাসড়কের সন্তোষপুর তেল পাম্পের নিকট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফরিদপুর জেলার মধুখালী থানার চর পাড়া গ্রামের মৃত মোজাহার মোল্লা’র ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে সন্তোষপুর তেল পাম্পের নিকট সড়কের পাশে ঝোপের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তখন তার নাম-পরিচয় কিছু পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয়রা ধারণা করছেন রাতের কোনো এক সময় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যেতে পারেন।

আকলিমা খাতুন নামের এক নারী জানান, ‘ভোরে ফজরের আজানের পর রাস্তায় একটি শব্দ শুনতে পাই। আমরা গিয়ে দেখি ওই ব্যক্তি সড়কের পাশে কাতরাচ্ছে। আমি তার মাথায় পানি দেয়ার জন্য বাড়িতে পানি আনতে গিয়ে ফিরে এসে দেখি তিনি মারা গেছেন।’

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দূর্ঘটনার নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি গত ২৩শে ডিসেম্বর মধুখালী এলাকা থেকে নিখোঁজ হন।নিখোঁজের পর তার পরিবারে সদস্য মধুখালী থানায় জিডি করেন।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন