Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জীবননগরে মাদক সেবনের দায়ে যুবকের জেল-জরিমানা

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে মাদক সেবনের দায়ে রাসেল মিয়া (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাত সাড়ে আটটার দিকে জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ এ সাজা দেন।
দন্ডপ্রাপ্ত রাসেল মিয়া উপজেলার হাসপাতাল পাড়ার আলমগীরের ছেলে।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ জানান, দীর্ঘদিন ধরে রাসেল মিয়া গাজাসহ বিভিন্ন মাদক সেবন করে আসছিল। তার বাড়িতে উপস্থিত হয়ে মাদক সেবনের সত্যতা ও তার কাছে নেশাদ্রব্য (গাঁজা) পাওয়া যায়। যার ফলশ্রুতিতে রাসেল মিয়াকে ২০১৮ এর ৩৬ (১) সারনীর ২১ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান জানান, দন্ডপ্রাপ্ত আসামীকে রাতেই জেল হাজতে পাঠানো হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন