Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

পেটে ব্যথা সইতে না পেরে গলায় ফাঁস

গে‌জেট ডেস্ক

পেটে ব্যথা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রূপভান নামের এক বৃদ্ধা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রূপভান (৭৬) একই গ্রামের বাঙ্গাল পাড়ার লতিফ হোসেনের স্ত্রী।

নিহতের ছেলে অনুল হোসেন জানান, মা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক ও আলসার রোগে ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকদের পরমর্শে ওষুধ খেয়ে কোনো কাজ হয়নি। প্রায় রাতে পেটে আলসারের যন্ত্রণায় ছটফট করে চিৎকার করতে থাকে। আলসারের সমস্যার কারণে গত কয়েক দিন ধরে কিছুই খেতে পারেননি তিনি।

তিনি আরও বলেন, রাতে আমরা সবাই খাবার খেয়ে নিজ নিজ ঘরে শুয়ে পড়ি। আমার স্ত্রী রাত আনুমানিক ৩টায় ঘুম থেকে উঠে বাইরে বের হলে আমার মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। স্ত্রীর চিৎকারে বাইরে বের হয়ে মাকে মৃত অবস্থায় উদ্ধার করি।

জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন