Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চুয়াডাঙ্গায় মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

গে‌জেট ডেস্ক

চুয়াডাঙ্গার জীবননগরে ফসলের মাঠ থেকে মজনু খাঁ ওরফে ফজলু মিয়া (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

মজনু খাঁ উপজেলার সন্তোসপুর গ্রামের কাশেম আলীর ছেলে। নিহতের সাথে থাকা একই গ্রামের তার ফুফাতো ভাই জব্বার আলী নিখোঁজ রয়েছেন।

স্থানীয়রা জানান, বুধবার সকালে সন্তোষপুর ও ধোপাখালী গ্রামের মাঝে কাবলেরচারা নামক মাঠের মধ্যে এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, সন্তোষপুর ও ধোপাখালী গ্রামের মাঝে মাঠের মধ্যে যুবকের লাশ উদ্ধারের ঘটনা শুনেছি। শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ জীবননগর হাসপাতাল থেকে থানায় নেয়া হয়েছে।

মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন