বাইসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১

গে‌জেট ডেস্ক

চুয়াডাঙ্গা সদরে বাইসাইকেলে বাসের ধাক্কায় শামসুল হক (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। শামসুল চুয়াডাঙ্গা সদর থানার পিরপুর গ্রামের বাসিন্দা।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী জানান, পিরপুর গ্রামের শামসুল হক (৫০) আলোকদিয়া বাজার থেকে বাইসাইকেল চালিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে মেহেরপুর থেকে ঢাকাগামী একটি বাস বাইসাইকেলে ধাক্কা দিলে শামসুল হক গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ টিএ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন