ভৈরব নদীর মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভৈরব নদী থেকে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে দু’জনকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার মনোহরপুর গ্রামে উপজেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তিথি মিত্র অভিযানে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে জীবননগরের মনোহরপুর গ্রামের কাবুলের চর এলাকায় ভৈরব নদীর পাড়ে অবৈধ ভাবে মাটির কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে মনোহরপুর গ্রামের মো. বাবলুর রহমানকে ৫০ হাজার টাকা ও মো. জসিম উদ্দিনকে একই ধারায় ৫০ হাজার টাকা সর্বমোট দু’জনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট তিথি মিত্র জানান, দণ্ডিতরা অবৈধভাবে নদীর মাটি কেটে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে অভিযান চালানো হয়।এ সময় তাদের জরিমানা করা হয়। অবৈধ এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন