Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জীবননগরে রাইস মিলের ফিতায় চাদর জড়িয়ে বৃদ্ধার মৃত্যু

জীবননগর প্রতিনিধি

প্রচণ্ড শীত থেকে রক্ষা পেতে গাঁয়ের চাদর জড়িয়ে বড়ি দেওয়ার জন্য ডাল পিষতে রাইস মিলে যান বৃদ্ধা সখিরন নেছা (৬০)। রাইস মিলের ফিতায় চাদর জড়িয়ে তার মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের নিকেরীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সখিরন নেছা কেডিকে ইউনিয়নের কাশিপুর উত্তর পাড়ার মৃত আব্দুল মজিদের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সখিরন সকাল সাড়ে ৬টার দিকে কুমড়োর বড়ি দেওয়ার জন্য দেহাটি গ্রামের নিকেরী পাড়ায় শিমুলের ‘ভাই ভাই রাইস মিলে’ কালাই ডাল পিষতে যান। ডাল পিষার কাজ শুরু হলে তিনি কৌতুহলবশত কিভাবে কালাইডাল থেকে মন্ড তৈরি হচ্ছে তা উঁকি দিয়ে দেখতে যান। এসময় অসাবধানতার কারণে বিদ্যুৎ চালিত চলন্ত রাইস মিলের ফিতাই চাদর জড়িয়ে যায়। চাদরের সাথে চলন্ত ফিতায় জড়িয়ে পড়েন তিনিও। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন