Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শিশুকে যৌন নির্যাতন, দোকানি গ্রেপ্তার

গে‌জেট ডেস্ক

চকলেটের লোভ দেখিয়ে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিশুর পরিবার। এই ঘটনায় অভিযুক্ত দোকানি শুকুর আলীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৯টায় দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে পৌরসভার মহানগর দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। শুকুর আলী জীবননগর পৌর শহরের মহানগর দক্ষিণ পাড়ায় একটি মুদি দোকান চালান। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে তাকে আদালতে সোর্পদ করা হয়।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, রোববার আমার বোন আলীর দোকানে চকলেট কিনতে যায়। সে সময় আমার মেয়েও দোকানে যায়। দোকানির কাজ থাকায় আমার বোন আমার মেয়েকে বলে তুই দোকান থেকে চকলেট নিয়ে আয়, আমি বাড়ি গেলাম। দোকান ও আশপাশে লোকজন না থাকার সুযোগে আমার মেয়েকে শুকুর আলী তার দোকানের ভেতরে ডেকে নিয়ে নির্যাতন শুরু করেন। পরে লোকজন আসতে দেখে ওই শিশুকে ছেড়ে দেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবিদ হাসান বলেন, ভুক্তভোগী পরিবারের লিখত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। ঘটনার সত্যতা পাওয়ায় অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন