Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ২ বছর পর গ্রেপ্তার

গে‌জেট ডেস্ক

চুয়াডাঙ্গার জীবননগর থেকে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে দুই বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত আটটার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে মো. ওমর আলী নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের অন্ততপুর গ্রামের মৃত ছাগবার আলী’রছেলে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জীবননগর আন্দুলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো.ওমর আলীকে দুই বছর পর গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, সে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং বাহাত্তর হাজার একশো পঁচাশি টাকা অর্থদন্ডে দন্ডিত এসসি-১৩০৩/১৯, কোটঃ সিআর-১৬/১৯ এর সাজা পরোয়ানা ভুক্ত আসামী। তিনি সাজা এড়াতে দুই বছর ধরে আত্নগোপনে ছিলেন।তাকে আগামীকাল বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন