Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যোগদানের দিনেই বদলি আলমডাঙ্গা থানার ওসি

গেজেট ডেস্ক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২ টায় যোগদান করেন ওসি মোশাররফ। একই দিন বিকেলেই তাকে বদলির নির্দেশনা আসে নির্বাচন কমিশন থেকে।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার মো. নাজিম উদ্দীন আল আজাদ (ক্রাইম অ্যান্ড অপস)। তবে কী কারণে ওসিকে তাৎক্ষণিক বদলি করা হয় তা জানাতে পারেনি জেলা পুলিশের এ কর্মকর্তা।

এর আগে মাগুরার শালিখা থানার ওসি ছিলেন মোশাররফ। কয়েকদিন আগে তাকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় বদলি করা হয়।

তবে ওসির সঙ্গে চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগের এমপির প্রতিনিধির সঙ্গে বৈঠকের অভিযোগের গুঞ্জন রয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) আলমডাঙ্গা থানার ওসিসহ চার থানার ওসিকে বদলির নির্দেশ দেয় ইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন যেন পক্ষপাতমূলক আচরণ করতে না পারে সেই লক্ষ্যে আরও চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসির দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য জানান। ইসি কর্মকর্তারা জানান, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা, গাইবান্ধা জেলার সাঘাটা, চট্টগ্রাম জেলার খুলশি থানা ও পটিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন