Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চুয়াডাঙ্গায় মাকে হত্যায় ছেলের যাবজ্জীবন

গেজেট ডেস্ক

চুয়াডাঙ্গার সদরে মা জবেদা খাতুনকে(৫০) হত্যার দায়ে ছেলে মুকুল হোসেনকে(২৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মুকুল হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গার পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. বেলাল হোসেন জানান, উপজেলার পিরোজখালি গ্রামের আসান আলীর স্ত্রী জাবেদা খাতুনকে তার ছেলে মুকুল হোসেন ২০২১ সালের ১৩ নভেম্বর বিকেলে হাসুয়া দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড।

পিপি আরো বলেন, এ ঘটনায় নিহত জবেদা খাতুনের ভাই আলাউদ্দিন ঘটনার দিনই মুকুলকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। এ মামলায় তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা এসআই হাসানুজ্জামান ২০২১ সালের ৩১ ডিসেম্বর মুকুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। মামলায় মোট ২১ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য প্রমাণে মুকুলের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ বিচারক এই রায় দেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন