Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জীবননগরে পুলিশের হাতকড়া নিয়ে পালালো যুবক

জীবননগর প্রতিনিধি

 চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে মো.সাকিব হোসেন (২০) নামের এক যুবকে আটকের পর হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে পালাতক ওই যুবকের বড় ভাই মো.আকিব হোসেনকে আটক করা হয়।তবে ছোটভাইয়ের নিকট থেকে হাতকড়া নিয়ে ফেরত দিলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনাটি গত শুক্রবার(১০ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের দক্ষিনপাড়ায় ঘটে। তবে বিষয়টি অস্বীকার করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান।
এলাকাবাসী জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ধোপাখালী দক্ষিনপাড়ার পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ফেন্সিডিলসহ সাকিব হোসেনকে আটক করে হাতকড়া পরিয়ে দেন পুলিশ। সুযোগ বুঝে হাতকড়া নিয়ে পালিয়ে যায় সে। পুলিশ তাকে খুঁজে না পেয়ে তার বড়ভাই আকিব হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে আকিব হোসনকে ছাড়িয়ে নেন পরিবার সদস্যরা। পরে আকিব অনেক খোজাখুজি করে হাতকড়া উদ্ধার করে থানায় জমা দেন। আর এখনও পর্যন্ত সাকিব পালাতক আছেন।
সাকিবের মা ঘটনাটি প্রথমে অস্বীকার করে পরে বলেন,”ঘটনার সময় আমি বাড়ীতে ছিলাম না।বাড়ীতে এসে শুনি সাকিবকে পুলিশ হ্যান্ডক্যাপ(হাতকড়া) পরালে সে পালিয়ে যায়।বড় ভাইকে(আকিব) থানায় নিয়ে গেলে তাকে ও ছেড়ে দেয়। পরে আকিব থানা থেকে ফিরে এসে খোঁজাখুজি করে রাতেই হ্যান্ডকাপ ফেরত দিয়ে দেয়।’
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান এ বিষয়ে তিনি কিছুই জানান বলে জানান।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন