Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জীবননগরে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতে ৪ নেতাকর্মী গ্রেপ্তার

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি ও জামায়াতের ৪ নেতা-কর্মীকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার হাসাদহ ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে জামায়াত নেতা ইসরাইল হোসেন(৫৫),রায়পুর গ্রামের আক্কাস আলীর ছেলে বিএনপি নেতা শরিফুল ইসলাম (৪২),আন্দুলবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে বিএনপি নেতা শহিদুর রহমান (৫৫)এবং পৌর সভার হাসপাতাল পাড়ার মৃত কাজী মনির হোসনের ছেলে সাবেক কমিশনার নাসির ইকবাল ঠান্ডু(৫২)।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, ২০২২ সালের বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় নাশকতা প্রস্ততির সময় উপস্থিত থাকায় শনিবার রাতে উপজেলার বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ৪জন বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারের পর রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন