Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জীবননগরে ৫টি চোরাই স্যালো মেশিন উদ্ধার, চোর চক্রের ৫সদস্য গ্রেপ্তার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর ও মহেশপুর উপজেলায় অভিযান পরিচালনা করে ৫টি চোরাই স্যালো মেশিন উদ্ধার ও আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার ভোর থেকে রাত পর্যন্ত জীবননগর ও মহেশপুর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন, জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের আলী হোসেন এর ছেলে মো. হালিম(২৫),নতুন তেতুলিয়া গ্রামের দুখু মিয়ার ছেলে রাজা আহম্মেদ (২৪),মামুনুর রশিদ ছেলে ইবনে মুজাহিদ (২০),মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আফসার উদ্দিনের ছেলে সোহাগ (৩০) ও নওদাগা গ্রামের আতিয়ার রহমানের ছেলে টুটুল হোসেন (৩২)।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত জীবননগর থানা পুলিশের একটি দল জীবননগর ও মহেশপুর উপজেলায় অভিযান পরিচালনা করে। এ সময় পাঁচটি চোরাই স্যালোমেশিন ও একটি স্যালোমেশিনের যত্রাংশসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন