Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মাটিবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এনজিও কর্মীর মৃত্যু

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। এঘটনায় তার সাথে থাকা কর্মী গুরুতর আহত হয়েছেন। নিহত নাজমা খাতুন যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের লুৎফর রহমানের মেয়ে। আহত অনাদি চরণ ও নিহত নাজমা খাতুন বেসরকারি এনজিও ব্রাকের আন্দুলবাড়ীয়া শাখায় কর্মরত ছিলেন।

স্থানীয়রা বলেন, এনজিও কর্মকর্তা অনাদি চরণ ও নাজমা খাতুন মোটরসাইকেলে সেনেরহুদা গ্রামের দিকে যাচ্ছিলেন। তারা গ্রামের বসতিপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটিবোঝাই একটি ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা নাজমা খাতুন মাটিতে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের চাকা তার মাথার ওপর উঠে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন মোটরসাইকেল চালককে আহত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আর তারা ট্রাক্টরটি আটকে রাখে।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে থানা-পুলিশের একটি দল পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন