Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জীবননগরে পাওয়ার টিলারের ধাক্কায় ৩ বছরের শিশুর মৃত্যু

জীবননগর প্রতিনিধি

জীবননগরে পাওয়ার টিলারের ধাক্কায় ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯ টায় উপজেলার উথলী ফার্মগেট পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত শিশু ফার্মগেট পাড়ার দিন মজুর ডালিম হোসেনের ছোট ছেলে আলামিন হোসেন।

এ সময়ে শিশুটি বাবার চিকিৎসার জন্য পরিবারের অন্যান্য সদস্যর সাথে বাড়ি থেকে বের হচ্ছিল। বাড়ির সম্মুখে ও পরিবারের সদস্যদের সামনেই তাকে পাওয়ার টিলার ধাক্কা দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুর বাবা ডালিম হোসেন দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। শুক্রবার বাড়ি ফিরে উন্নত চিকিৎসার জন্য রবিবার সকালে ছোট ছেলে,স্ত্রী, ছোট ভাইয়ের ছেলে,ভাবী,মামীকে সাথে নিয়ে কালীগঞ্জে চিকিৎসার জন্য যাবেন বলে বাড়ির সামনে রাস্তার পাশে ভ্যানের জন্য অপেক্ষা করছিলো। এমন সময় দ্রুত গতিতে খড়ি বোঝাই পাওয়ার টিলার ধাক্কায় প্রথমে ছোট ভাইয়ের বউকে (নিহতের চাচী) ধাক্কায় দিলে তার কোলে থাকা শিশু তানভির আহাম্মেদ(৩)পড়ে যায়। পিছনে ফিরে দেখেন আলামিন হোসেন ছিটকে পড়ে পাওয়ার ট্রলির ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।যশোরে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমাদের ফোর্স পাঠানো হয়েছে, এবিষয়ে পরিবারের পক্ষে কোন অভিযোগ পাওয়া যায়নি।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন