Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জীবননগর থেকে উধাও হওয়া দুই স্কুল ছাত্রী ও নববধূ উদ্ধার

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে উধাও হওয়া দু’স্কুল ছাত্রী ও নববধূকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জীবননগর বাস স্টান্ডে থেকে দুই স্কুল ছাত্রী ও যশোর বেনাপোল থেকে নববধুকে উদ্ধার করেন জীবননগর থানা পুলিশ।

পুলিশ ও ভিকটিম স্কুল ছাত্রীরা জানান, নববধূ কবিতার সাথে স্বামীর সুমনের রাতে ঝামেলা হয়। সে সকালে বাড়ি থেকে বের হয়ে পাশের আম বাগনে দাড়িয়ে ছিল। দু’স্কুল ছাত্রীরা কুরআন পড়ার উদ্দেশ্য ভোর ৬টার সময় নিজ বাড়ি থেকে নববধু বাড়ির ভিতরে প্রবেশের সময় নববধূ পাশের আম বাগানের মধ্যে তাদের ডেকে সংসারের ঝামেলার কথা জানায়  এবং তাদের সাথে নিয়ে বান্ধবীর বাড়ি যাওয়া কথা বলেন।  দু’স্কুল ছাত্রী তার সাথে যেতে রাজি হয়।

তাদের নিয়ে যশোর বেনাপোল নববধূ কবিতার বান্ধবীর বাড়ি চলে যায়। তারা সেখানে পৌঁছানোর পর স্কুল ছাত্রী বাড়িতে আসার কথা জানালে নববধূ আসতে মানা করে এবং ফোন করার কথা বললে তাল-বাহানা করে এক পর্যায়ে নববধু জানান রাতে থেকে কাল সকালে বাড়ি চলে যাবি।স্কুল ছাত্রীরা নিরুপায় হয়ে সেখানে রাত্রি যাপন করেন এবং সকালের বাস ধরেই তাদের জীবননগর পাঠিয়ে দিলেও নববধু সেখানেই থেকে যায়। জীবননগর বাস স্টান্ড থেকে পুলিশ দু’স্কুল ছাত্রীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন এবং নববধূকে যশোর বেনাপোল থেকে উদ্ধার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল খালেক জানান, নববধূর সাথে দুই স্কুল ছাত্রী বাড়ি থেকে যশোর বেনাপোল বেড়াতে যায় প্রাথমিক পর্যায়ে এমনটাই জানান তারা। দুই স্কুল ছাত্রীকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে এবং নববধূকে উদ্বারের জন্য একটি টিম বেনাপোল পৌঁছে।
পাচারের উদ্দেশ্য নেওয়া হয়েছে কি জানতে চাইলে বলেন,আমরা এটাই ধরনা করছিলাম তবে তারা মূলত বেড়ানোর উদ্দেশ্য বাড়ি থেকে না জানিয়ে চলে যায়। নববধুর সংসারের ঝামেলা করে বাড়ি থেকে তাদের সাথে নিয়ে বের হয়ে গিয়েছে এমনটা জানা গিয়েছে। তবে নববধূর খালা এখনও আমাদের হেফাজতে আছে সে না আসা পর্যন্ত বিস্তারিত জানা যাচ্ছে না।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন