Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জীবননগরে পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

জীবননগর প্রতিনিধি

চুয়াডঙ্গার জীবননগরে পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেছে গরু ব্যবসায়ীর । বৃহস্পতিবার দুপুরে জীবননগর- দর্শনা সড়কের মনোহরপুর শিমুলতলা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ব্যবসায়ী উপজেলার কালা গ্রামের বদর উদ্দিনের ছেলে ছানোয়ার হোসেন।

প্রত্যক্ষদশীরা জানান, দুপুর ১২ টার দিকে পাওয়ার টিলারে গরু বিক্রির উদ্দেশ্যে শিয়াল মারী পশুর হাটে যাচ্ছিলেন ছানোয়ার ও তার সাথীরা। পাওয়ার টিলারটি মনোহরপুর শিমুলতলা পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী আলম সাধু তাদের পরিবহনকে ধাক্কা দিলে ছানোয়ার গাড়ি থেকে পড়ে যায়। এ সময়ে আলম সাধুর চাকায় পিষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরিবারের আপত্তি না থাকায় লাশ দাফনে অনুমতি দেওয়া হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন