Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জীবননগরে অবৈধ বাঁধ অপসারণ, জাল ধ্বংস

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভৈরব নদ থেকে অবৈধ বাঁধ অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে ২০০ মিটার কারেন্ট ও চায়না জাল ধ্বংস করা হয়েছে।

বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার কাশীপুর মাঠপাড়া ও মিনহাজপুরে ভৈরব নদ থেকে অবৈধ বাঁধ অপসারণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।

জীবননগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দীন ইসলাম বলেন, স্থানীয় প্রভাবশালীরা ভৈরব নদে অবৈধভাবে বাঁধ দিয়ে দেশীয় প্রজাতির মাছ নিধন করছে বলে কাশীপুর মাঠপাড়া ও মিনহাজপুরের বাসিন্দারা লিখিত অভিযোগ দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বুধবারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তিথি মিত্রর সহযোগিতায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বাঁধ অপসারণ করা হয়। আর ২০০ মিটার কারেন্ট ও চায়না জাল ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তিথি মিত্র বলেন, উপজেলা মৎস্য অফিসে অভিযোগ ছিল, কাশীপুর মাঠপাড়া ও মিনহাজপুরে ভৈরব নদে অবৈধভাবে বাঁধ দিয়ে স্থানীয় প্রভাবশালীরা দেশীয় প্রজাতির মাছ নিধন করছে। এমন অভেযোগে সেখানেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ বাঁধ অপসারণ করা হয়। তবে কাউকে আটক করা




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন