Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ভাশুরের ছেলের বিরুদ্ধে অ্যাসিড ছোড়ার অভিযোগ

গেজেট ডেস্ক

চুয়াডাঙ্গায় ভাশুরের ছেলের বিরুদ্ধে মুখে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার হানুরবাড়াদি গ্রামের কাজীপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত নারীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে শেখ হাসিনা জাতীয় ও বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

৪০ বছর বয়সী ভুক্তভোগী ওই নারী জানান, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বাবার বাড়িতেই থাকেন।

তিনি আরো জানান, ‘শুক্রবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে প্রতিবেশী আবু সাহেবের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলাম। বাড়ির সামনে এলে একটি মোটরসাইকেলে করে এসে তিন যুবক আমাকে দাঁড়াতে বলে। এ সময় তাদের মধ্যে এক যুবক আমার মুখে অ্যাসিড মারে। আমি যন্ত্রণায় চিৎকার করলে লোকজন এসে আমাকে হাসপাতালে আনে।’

তিনি অভিযোগ করেন, ‘ওই তিন যুবকের মধ্যে যে অ্যাসিড ছুড়ছে সে আমার ভাশুর বিদ্যুতের ছেলে আপন। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় স্বামীর নামে নারী নির্যাতন মামলা করি। ওই শত্রুতার জেরে তারা অ্যাসিড দিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করে।’

এ বিষয়ে থানায় অভিযোগ করবেন বলেও জানান তিনি।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আল ইমরান জুয়েল বলেন, ‘ওই নারীর গালের দুই পাশে ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যাসিডই ছোড়া হয়েছে। তবে তা বেশি পরিমাণে লাগেনি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন