Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জীবননগরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা ও ড্রাগ লাইসেন্স না থাকার দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমান করেছে মোবাইল কোর্ট।

মঙ্গলবার দুপুরে জীবননগর হাসপাতাল রোড ও আন্দুলবাড়ীয়া বাজারে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলার হাসপাতাল রোড়ে ও আন্দুলবাড়ীয়া বাজারে বিভিন্ন ওষুধের ফার্মেসীতে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ড্রাগ লাইসেন্স না থাকা রাখার দায়ে ওষুধ আইন ১৯৪০ এর ১৮ (গ) ধারায় মেসার্স আনসার ড্রাগ হাউজ এর মালিক মিঠু খানকে ১ হাজার টাকা,মেসার্স সাফিন মেডিকেল হলের মালিক কাজী আবুল খায়েরকে ৫ হাজার টাকা ও মেসার্স মা মেডিকেল হলের মালিক জাকির আহম্মেদ শামীমকে ৫ হাজার টাকা সর্বমোট ১১হাজার জরিমানা করা হয়েছে।

ওষুধ নিরাপত্তায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

এসময় জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক জনাব কে এম মুহাসিনিন মাহাবুব ও জীবননগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন