Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনায় তিনজনকে কুপিয়ে জখম

গেজেট ডেস্ক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার কোমরপুর গ্রামের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের মাঠপাড়ার আলিহিম (৪৫), তার স্ত্রী সাথী খাতুন ও ছেলে সিহাব আলী (১৪)

আহত আলিহিম বলেন, বৃহস্পতিবার বিকেলে আমার ছোট ছেলে সিফাত (৫) ও গ্রামের এক নাতির ছেলে রাসেল (১০) খেলছিল। এ সময় দুজনের মধ্যে কোন কারণে ধাক্কাধাক্কির ঘটনা ঘটলে সেখানে উপস্থিত আমার বড় ছেলে সিহাব শিশু রাসেলকে একটা চড় মেরে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর পর রাতে শিশু রাসেলের নানা সমির, তার ছেলে আজিজুল ও হাসিবুল নামে এক ব্যক্তি আমাদের বাড়িতে এসে ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শুক্রবার দামুড়হুদা মডেল থানায় মামলা করব।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, আহত তিনজনের শরীরে ধারালো অস্ত্রের জখম আছে। প্রত্যেকের ১০-১৫টা করে সেলাই দিতে হয়েছে। তবে তারা শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ফেরদৌস ওয়াহিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন