Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ৭ ঘণ্টা পর স্বাভাবিক

গে‌জেট ডেস্ক

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ৭ ঘণ্টা পর ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে শুক্রবার সকাল ৭টার দিকে ইঞ্জিনটি উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে ইঞ্জিন লাইনচ্যুত হয়।

তথ্য নিশ্চিত করেছেন দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার লিয়াকত আলী।

তিনি জানান, রাতে মালবাহী ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় লাইনচ্যুত হয়। এতে ভারতের সঙ্গে বন্ধ হয়ে যায় বাংলাদেশের পণ্যবাহী ট্রেন যোগাযোগ। পরে ঈশ্বরদী জংশনে খবর দিলে শুক্রবার ভোরে রিলিফ ট্রেন এসে দর্শনায় পৌঁছায়।

তিন ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করা হয় ইঞ্জিনটি। পরে স্বাভাবিক হয় ট্রেন যোগাযোগ। এখন লাইনের কাজ চলছে বলেও জানান স্টেশন মাস্টার।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন