Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ভুট্টাবোঝাই ট্রাক উল্টে চালক ও সহকারীর মৃত্যু

গেজেট ডেস্ক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভুট্টাবোঝাই ট্রাক উল্টে চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

সোমবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের ওহিদুল ইসলামের ছেলে ট্রাকচালক আলামিন ও একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে চালকের সহকারী আশিক।

বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি বলেন, ভুট্টাবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শ্রীরামপুর গ্রামে ক্যানালের মধ্যে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন