Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গেজেট ডেস্ক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বেলিয়া খাতুন নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (০১ এপ্রিল) দুপুরে আলমডাঙ্গা পৌর এলাকায় লাল ব্রিজের পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

বেলিয়া খাতুন(৫১) আলমডাঙ্গা পৌর এলাকার রেল কলোনিপাড়ার জাহাঙ্গীর আলমের স্ত্রী।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে বেলিয়া খাতুন ব্যক্তিগত কাজে আলমডাঙ্গা স্টেশন এলাকায় আসেন। কাজ শেষে বাড়ি ফেরার সময় লাল ব্রিজের পাশে রেললাইন দিয়ে পার হচ্ছিলেন। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী ডাউন মেইল মহানন্দ ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক রুবেল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন