Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চালকের ভুলে ইজিবাইক চাপায় বৃদ্ধার মৃত্যু

গেজেট ডেস্ক

চুয়াডাঙ্গা সদরে ব্যাটারিচালিত ইজিবাইক গায়ে উঠে পড়ে বুলু খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত পৌনে ৮টার দিকে শহরতলির দৌলতদিয়াড়ে এ ঘটনা ঘটে।

আহত বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুলু খাতুন শহরতলির দৌলতদিয়াড় গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নিজ ঘরের সামনে চেয়ারে বসা ছিলেন বৃদ্ধা বুলু খাতুন। এ সময় এক প্রতিবেশী তার ইজিবাইক রাস্তার পাশে চালু রেখে পাশে কোথাও যান। পাশেই কয়েকটি শিশু খেলা করছিল। তারা হঠাৎ ইজিবাইকে উঠে বসে। পিকআপ ধরলে ইজিবাইক চলতে শুরু করে। এ সময় বসে থাকা অসুস্থ বৃদ্ধা বুলু খাতুনের গায়ে উঠে পড়ে। এতে ইজিবাইকের নিচে চাপা পড়েন তিনি। আর শিশুরা পাকা রাস্তার ওপর গিয়ে পড়ে আহত হয়।

পরে স্থানীয়রা বুলু খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।

নিহত বৃদ্ধার স্বজনরা বলেন, বুলু খাতুনের কোমরের হাড় ভাঙা থাকায় চলাফেরা করতে পারতেন না। প্রায় সময় চেয়ারে বসে থাকত। আজ শিশুদের দুষ্টুমির কারণে তার মৃত্যু হলো। এ ছাড়া ইজিবাইকের চালক কেন চাবি অন করে চলে যাবে? সামান্য ভুলের কারণে তাকে জীবন দিতে হলো।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে বৃদ্ধাকে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপপরিদর্শক (তদন্ত) আবু সাঈদ গতকাল রাতে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন