Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চুয়াডাঙ্গার জীবননগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে আন্দুলবাড়ীয়া ইউনিয়নে সোয়াইব হোসেন নামে ৩ বছরের শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। রবিবার(২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় স্টেশন পাড়ায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত সোয়াইব হোসেন উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শাকিল হোসেন এর একমাত্র ছেলে।

নিহত শিশুর চাচা আনারুল ইসলাম জানায়, রোববার সকাল আনুমানিক ১০ টায় বাড়ির পাশে বাবর আলী মিয়ার পুকুরের পাড়ে হাটতে গিয়ে হঠাৎ পা পিছলে পুকুরের মধ্যে পড়ে যায় সোয়াইব। এতে মূহুর্তের মধ্যেই পুকুরের পানির তলদেশ ডুবে যায় সে। পরে সকাল সাড়ে ১১ টায় নিহত শিশুপুত্র সোয়াইব হোসেন এর মরদেহ ভেসে উঠলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

স্থানীয়রা জানায়, পুকুরের পাড় পিচ্ছিল হওয়ায় সোয়াইব পা পিছলে পুকুরের মধ্যে পড়ে যায়। এসময় পুকুরের আশেপাশে কেও না থাকায় তাকে উদ্ধার করতে পারেনি। পরে মৃতদেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করা হয়।

আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মুক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খুনলা গেজেট/এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন