Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চুয়াডাঙ্গায় চোরাই ইজিবাইকসহ চোরচক্রের তিন সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গা থেকে ৩টি চোরাইকৃত ইজিবাইকসহ চোরচক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। আসামীদের ও জব্দকৃত আলামত ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, ৭ জানুয়ারি ঝিনাইদহ জেলার সদর থানাধীন পৈলানপুর এলাকা থেকে মোঃ রানা মিয়া(২২) এর একটি ইজিবাইক চুরি হয়। পরে ঝিনাইদহ সদর থানায় একটি চুরি মামলা রুজু হয়। মামলা হওয়ার পর থেকেই র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল চোরাইকৃত ইজিবাইক উদ্ধার ও আসামী গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।

একপর্যায়ে চুয়াডাংঙ্গা জেলার সদর থানাধীন ৫নং ওয়ার্ড এর ইসলাম পাড়ায় অভিযান পরিচালনা করে চোরচক্রের সক্রিয় সদস্য আসামী মোঃ জাহিদ মিয়া(৪০), পিতা-মোঃ মনির উদ্দিন,  মোঃ আবু সাঈদ(৩৯), পিতা-মৃত সামছুল বিশ্বাস, উভয় সাং-ইসলাম পাড়া, থানা-চুয়াডাঙ্গা সদর, জেলা-চুয়াডাঙ্গা, ও আব্দুস সালাম(৩৩), পিতা-মৃত আজেহার মালিথা, সাং-উজিরপুর, থানা-দামুরহুদা, জেলা-চুয়াডাঙ্গাদেরকে আটক করে।

এসময় গ্রেপ্তারকৃত আসামীদের হেফাজতে থাকা ৩টি চোরাইকৃত ইজিবাইক, ৩টি ইজিবাইকের চাবি, ১৫টি ইজিবাইকের ব্যাটারী, ৩টি মোবাইল ফোন, ৬টি সিম কার্ড এবং নগদ ৯ হাজার ৫৮৭ টাকা উদ্ধার করে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন