Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জীবননগরে যুবদল নেতা রাজা আর নেই 

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফ জাহাঙ্গীর রাজা(৪৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সোমবার দুপুর ৩টার দিকে স্টক জনিত কারণে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা তার মৃত্যু হয়। জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের বড় মসজিদ পাড়ার রাহেন মুহুরীর ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, আরিফ জাহাঙ্গীর রাজা গত রবিবার রাতে নিজ বাড়ি গয়েশপুর গ্রামে স্টক করেন এবং তার পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভতি করান সেখানে চিকিকসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
মরহুমের জানাযা নামাজ  সোমবার রাত সাড়ে ৮টার সময় নিজ গ্রাম গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক মাহমুদুল হাসান খান বাবু,সদস্য সচিব শরীফুজ্জামান শরিফ,জীবননগর উপজেলা যুবদলের আহবায়ক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন,চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সুজন খন্দকার,সীমান্ত ইউনিয়ন ছাত্রদলে সভাপতি ইয়াছিন আরাফাত প্রমূখ।
খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন