Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতি‌বেদক

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন জিরাট বাজারস্থ এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এক হাজার ৩২০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দর্শনা থানার জিরাট গ্রামের মৃত গাজী রহমানের ছেলে মোজাফফর হোসেন (৫০) এবং চন্ডীপুর গ্রামের মৃত নূর হক মন্ডলের ছেলে আব্দুর রশিদ (৫০)।

র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন জিরাট বাজারস্থ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল এবং ২টি সিম কার্ডসহ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে এবং জব্দকৃত আলামত চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় হস্তান্তর করতঃ আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন