বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

চলন্ত বাসের ছাদে তিন বন্ধুর সেলফি, রক্তাক্ত জখম যুবক

গেজেট ডেস্ক

চুয়াডাঙ্গায় চলন্ত যাত্রীবাহী বাসের ছাদ থেকে সেলফি তোলার সময় আহাদ আলী নামে (১৭) এক কিশোর আহত হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর আহত আহাদ আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুলচারা গ্রামের নাজমুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী বন্ধু আকাশ বলেন, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সকালে আমি, সবুজ, আহাদ আলী চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা উপজেলার বিভিন্নস্থানে ঘোরাঘুরি উদ্দেশ্যে যাই। ঘোরাঘুরি শেষে বিকেলে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাত্রীবাহী বাসের ছাদে তিনবন্ধু উঠি। এ সময় আমরা বসে বসে আনন্দ উচ্ছ্বাস করছিলাম। বাসটি চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের কান্তপুর ব্রিজমোড় নামক স্থানে পৌঁছালে আহাদ আলী হঠাৎ দাঁড়িয়ে তার মোবাইলে সেলফি তুলতে যায়। এ সময় একটি গাছের ডালে তার মাথায় আঘাত লাগে। এতে রক্তাক্ত জখম হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পায় আহাদ আলীর। পরে বাসটি চুয়াডাঙ্গায় পৌঁছালে আহাদকে নেয়া হয় সদর হাসপাতালের জরুরি বিভাগে।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন ঢাকা পোস্টকে বলেন, আহাদ আলীর মাথায় জখম হয়েছে। তবে তার অবস্থা শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি থাকার পরামর্শ দেওয়া হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন