Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জীবননগরে মাদকসেবীর ৩ মাসের কারাদন্ড

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদক সেবনের দায়ে আলীম (৫০) নামের এক ব্যক্তিকে ৫০ টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন মোবাইল কোর্টের বিচারক।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় এ দন্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম।

দন্ডপ্রাপ্ত আলীম রায়পুর বাজার পাড়ার মৃত সুন্নত মোল্লার ছেলে।

মোবাইল কোর্টের মাধ্যমে জানা যায়, জীবননগর রায়পুর ইউনিয়নের বাজার পাড়ায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মৃত সুন্নত মোল্লার ছেলে আলীম (৫০) এর বসত বাড়ি থেকে ২৫ গ্রাম গাজা পাওয়া যায়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(২১) ধারার অপরাধে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কাজে সহযোগিতা করেন জীবননগর থানার সাব ইন্সপেক্টর (এস আই) মোঃ আমির হোসেন।

ভ্রাম্যমাণ আদালতে বিচারক নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেল ও জরিমানা উভয় শাস্তি দিতে হয়। জেল নূন্যতম ৩ মাস দেয়ার বিধান রয়েছে। জনগণের নিকট অনুরোধ আপনারা মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকুন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন