Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশনের কাছে আমিরপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিবারন নেছা (৭৯) আমিরপুর গ্রামের মৃত রহম আলীর স্ত্রী। নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে নিজ বাড়িতে নেওয়া হয়েছে।

জানা যায়, শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যাচ্ছিলেন নিবারণ খাতুন। বোয়ালমারী-আমিরপুর এলাকায় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা নিহতের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যায়।

মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার বলেন, বৃদ্ধার মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয়েছে। পরবর্তীতে জিআরপি পুলিশকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন