Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
পারিবারের দাবি পরিকল্পিত হত্যা

জীবননগরে পানিতে ডুবে বাওড় পাহারাদারের মৃত্যু

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বাওড় পাহারাদার হাবিবুর রহমান বাদল গোলদার(৩৭) নামের এক ব্যক্তি পানিতে ডুবে মারা গেছে। নিহত ব্যক্তি সীমান্ত ইউনিয়ন গঙ্গাদাশপুর গ্রামের মোঃ রেজাউল গোলদারের(সনু) ছেলে।

শনিবার(২২ জানুয়ারী)রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়ন বেনীপুর বাওড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের রেজাউল গোলদারের একমাত্র ছেলে হাবিবুর রহমান বাদল গোলদার সম্প্রতি বেনীপুর বাওড়ে পাহারাদার হিসেবে কাজে নেয়। বাদল অন্যান্য দিনের মত শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ২জন পাহারাদার সাজু ও মাসুমের সাথে একটি ইঞ্জিন চালিত নৌকা যোগে বাওড়ের চারিদিকে পাহারা দিচ্ছিলেন। তাদের নৌকাটি হঠাৎ করে পানিতে তলিয়ে যায়। এ সময় সাজু ও মাসুম পানি থেকে উঠতে পারলেও পানির নিচে তলিয়ে যায় বাদল। পরে স্থানীয় গ্রামের মানুষ বাওড়ের পানি থেকে তার মরদেহ উদ্ধার করেন।

তবে নিহতের বাবা দাবি করেছে তার পুত্রকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি একটি দুর্ঘটনা।

জীবননগর থানার সাব-ইনপেক্টার আঃ রহিম বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।এ নিয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলে জানা যায় ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন