Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জীবননগরে মিষ্টির প্যাকেট থেকে ইয়াবা উদ্ধার

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় মিষ্টির পেকেট হতে ৬ হাজার ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৮ই ডিসেম্বর) দুপুরে উপজেলার হাসাদাহ বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।মহেশপুর ব্যাটালিয়ন(৫৮ বিজিবি) এর অধিনায়ক শাহীন আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন এর অধীনস্ত জীবননগর বিওপি’র হাবিলদার শাহানুর আলম এর নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট টহল দল শনিবার বেলা সাড়ে ১২টার সময় জীবননগর উপজেলার হাসাদাহ বাসস্ট্যান্ড যাত্রীবাহী সম্রাট পরিবহণ বাসে তল্লাশি চালায়। তল্লাশিকালে বাসের লাগেজ ক্যারিয়ারে থাকা মিষ্টির প্যাকেটের মধ্য হতে মালিকবিহীন অবস্থায় ৬হাজার ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন