Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চুয়াডাঙ্গায় পুকুরে শিশুর লাশ, পরিবারের দাবি হত্যা

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মাদারহুদা গ্রামের একটি পুকুর থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে।

পরিবারের সদস্যদের দাবি, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে, কী কারণে হত্যা করা হয়েছে তা কেউই পরিষ্কার করতে পারেনি।

পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত শিশুটির নাম সুমাইয়া খাতুন মরিয়ম। সে মাদারহুদা গ্রামের খায়রুল ইসলামের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানান, গতকাল সকালে শিশুটিকে প্রতিবেশী আরেক শিশু খেলতে ডেকে নিয়ে যায়। দুপুরে বাড়ি না ফেরায় খোঁজখুঁজি শুরু হয় এবং রাতে স্থানীয় একটি পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের সময় শিশুটির কানের দুল পাওয়া যায়নি। পুলিশও শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন