Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হবিগঞ্জে ট্রাক দুর্ঘটনায় জীবননগরের আউয়াল নিহত

জীবননগর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সাহেববাড়ি গেট এলাকায় এ দুর্ঘটনায় জীবননগর উপজেলার সোন্ধাহ গ্রামের হায়দার তরফদারের বড় ছেলে আউয়াল (২২) নিহত হয়েছে। অপরজন রকিবুল ইসলাম(২৬)।

পারিবারিক সূত্রে জানা যায়, আউয়াল পেশাগত ভাবে একজন ট্রাক চালক। সে দীর্ঘদিন ধরে ট্রাকে ঢাকা-সিলেট পথে পাথর আনা নেয়া করে। মঙ্গলবার ভোরে পাথর নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাহেববাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আউয়াল ও রকিবুল মারা যায়।

বাঁকা ইউপি সদস্য সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ও তার পারিবারের সদস্য আনার জন্য ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থলে পৌঁছানো ছাড়া বলা যাচ্ছে না লাশ কখন দাফন সম্পূর্ন করা যাবে। তবে বুধবার সন্ধ্যার পর হতে পারে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন