Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জীবননগরে প্রতিদ্বন্দ্বি ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে দুর্বৃত্তদের হামলার অভিযোগ

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৪নং সীমান্ত ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান প্রাথী মাওলানা কেএম সাইফুল্লার বাড়িতে দুর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ১২টায় উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

মাওলানা কেএম সাইফুল্লাহ অভিযোগ করে বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে তাঁর বাড়ির সামনে বেশ কিছু ব্যক্তি ডাকা ডাকি করতে থাকে। একপর্যায়ে সে বাড়ি থেকে বের না হওয়ায় তার বাড়ির টিনের দরজা ভাঙচুর করে এবং নির্বাচন না করার জন্য বলে। হুমকি ধামকি প্রদান করে, এমন কি তাকে হত্যা করা হবে বলেও হুমকি দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তবে  প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগ সঠিক না বলে জানান সীমান্ত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রাথী মোঃ ইসাবুল ইসলাম মিল্টন মোল্লা।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, সীমান্ত ইউপি নিবাচনে হরিপুর গ্রামের হাত পাখার চেয়ারম্যান পদপ্রাথীর বাড়িতে দুর্বৃত্তরা হামলা করেছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেখানে যেয়ে দেখা যায় বাড়িতে কোন হামলা হয়নি। তবে ওই প্রার্থীর বাড়ির সামনের টিনের দরজটা কে বা কারা ফেলে দিয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন