Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সীমান্ত ইউপির নৌকার মাঝি হলেন মিল্টন মোল্লা

জীবননগর প্রতিনিধি

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ইউনিয়ন নির্বাচনে জীবননগর উপজেলা ৪নং সীমান্ত ইউনিয়নে ইশাবুল ইসলাম মিল্টন মোল্লা নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন। তিনি সীমান্ত ইউনিয়নে যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইশাবুল ইসলাম মিল্টন মোল্লা এবারই প্রথম মনোনয়ন পেলেন। শনিবার রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত দলীয় প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে রাতে এ খবর এলাকায় পৌঁছার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ শত শত মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় তারা মিল্টন মোল্লাকে দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী মিল্টন মোল্লা জানান, সব মানুষের দোয়া ও আন্তরিক ভালোবাসায় প্রিয় নেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমাকে নৌকা প্রতীক দেওয়ায় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য হাজী আলী আজগর টগরসহ আমার প্রাণের সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

আগামী ১১ নভেম্বর নির্বাচনে সবার ভালোবাসায় চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়ে আমার প্রতি দলের ও দলীয় প্রধানের এ আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন