Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জাতীয় কন্যা দিবসে জীবননগরে র‍্যালী ও সভা

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে ‘জাতীয় কন্যা দিবস’ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় রাখা হয়েছে- ‘আমরা কন্যা শিশু, প্রযুক্তিতে হবো সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ গড়বো’।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় জীবননগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষায়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চক্তর থেকে একটি র‍্যালীবের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কৃষি অফিসের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী,উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার,উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা সেলিম রেজা। এছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের অনন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন